বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো কিশোর চান্দিখিরায়
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মে : মর্মান্তিক ঘটনা ঘটল পাথারকান্দির চান্দখিরায়। বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো এক কিশোর। সোমবার সকালেই এ ঘটনাটি সংঘটিত হয়। বছর ১৯ এর ওয়াহিদ আহমেদ ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতায় এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটল।
চান্দখিরা গ্রামের মতিউর রহমান একমাত্র ছেলে ওয়াহিদ আহমেদ। ওয়াহিদ একজন মেধাবী ছাত্র। সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে এইচ এস পরীক্ষায় চারটি বিষয়ে স্টার এবং লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছিল। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, জলের পাম্প ঠিক করতে ঘটনাটি ঘটেছে।
