নাবালিকাকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, গ্রেফতার সাধু

২৫ মে : বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল এক সাধুকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) বেলগামে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে একটি গাড়িতে তোলে ওই সাধু। এরপর বাড়িতে পৌঁছে না দিয়ে তাকে সোজা নিয়ে যাওয়া হয় বাগালকোটের একটি লজে।

সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয়। এরপর সেখান থেকে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় রায়চূড়ে। সেখানে ফের নাবালিকাকে ধর্ষণ করে সে। এরপর মহালিঙ্গপুর বাসস্ট্যান্ডে নির্যাতিতাকে রেখে দিয়ে পালায় ওই সাধু।

এরপর বাড়ি ফিরে গোটা ঘটনা জানায় ১৭ বছরের ওই নাবালিকা। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রেকর্ড করা হয় নির্যাতিতার বয়ান। পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হতেই ওই সাধুর খোঁজে শুরু হয় তল্লাশি।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপরই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়।

নাবালিকাকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, গ্রেফতার সাধু

Author

Spread the News