জলের তোড়ে ভেসে গেল পরপর গাড়ি, ভারি বৃষ্টির জেরে হঠাৎ হড়পা বান, বিপর্যস্ত হিমাচল প্রদেশ

২৫ মে : ১৬ বছরে প্রথমবার আগাম বর্ষা। নির্ধারিত সময়ের অনেক আগেই দ্রুত গতিতে বর্ষার প্রবেশ রাজ্যে রাজ্যে। ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে একাধিক রাজ্যে। শনিবার ভারি বৃষ্টির জেরে হঠাৎ হড়পা বানের সাক্ষী থাকল হিমাচল প্রদেশ। ভারি বৃষ্টি, ঝড়ের জেরে কোথাও হড়পা বান, কোথাও আবার ধস নেমেছে।‌ সবমিলিয়ে মে মাসের শেষভাগ থেকেই ভোগান্তি শুরু হিমাচল প্রদেশে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার হিমাচল প্রদেশের কুলুতে ভারী বৃষ্টির জেরে হড়পা বান হয়। নির্মন্দের জগৎখানার কাছে প্রায় ২০-২৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। জলের তোড়ে ভেসে যায় একাধিক গাড়ি। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নির্মন্দ মনমোহন সিং জানিয়েছেন, ভারি বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। তবে কমপক্ষে ২৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে পাহাড় থেকে ধস নামে। রামপুর এবং কিন্নৌরের মধ্যবর্তী ঝাকরিতে হিন্দুস্তান-তিব্বত সড়ক, জাতীয় মহাসড়ক-৫ বন্ধ হয়ে যায়। ভারী বৃষ্টিতে শতদ্রু নদীর জল বিপদসীমা পার করেছে।

মৌসম ভবন জানিয়েছে, আগামী ছ’দিন হিমাচল প্রদেশে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১২টি জেলাতেই। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
খবর : আজকাল ডট ইন।

জলের তোড়ে ভেসে গেল পরপর গাড়ি, ভারি বৃষ্টির জেরে হঠাৎ হড়পা বান, বিপর্যস্ত হিমাচল প্রদেশ
Spread the News
error: Content is protected !!