টানা ভারি বৃষ্টিতে জলমগ্ন দিল্লির অধিকাংশ রাস্তাঘাট, ব্যাহত বিমান পরিষেবা

২৫ মে : একটানা প্রবল ঝড়বৃষ্টি। সপ্তাহান্তে ফের বিপর্যস্ত দিল্লি ও সংলগ্ন এলাকা। টানা ভারি বৃষ্টির জেরে জলমগ্ন অধিকাংশ রাস্তাঘাট। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আবারও ব্যাহত বিমান পরিষেবা। সবমিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে চরম ভোগান্তি দিল্লিবাসীর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার রাতে মৌসম ভবন জানায়, রাত থেকেই দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস সত্যি করে গতকাল রাত সাড়ে ১১টা থেকে দিল্লিতে ঝড়বৃষ্টি শুরু। রবিবার ভোর সাড়ে ছ’টা পর্যন্ত টানা ভারী বৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে।

প্রবল বৃষ্টির জেরে দিল্লি মিন্টো রোড, মোতি বাগ, দিল্লি ক্যান্টনমেন্ট, দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল জলমগ্ন হয়ে পড়ে। কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কিছু এলাকায় জল জামায় ধীর গতিতে যান চলাচল হচ্ছে।

টানা ভারি বৃষ্টিতে জলমগ্ন দিল্লির অধিকাংশ রাস্তাঘাট, ব্যাহত বিমান পরিষেবা

অন্যদিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবারেও বিমান চলাচল ব্যাহত। সকাল থেকে এখনও পর্যন্ত ১০০-র বেশি বিমান দেরিতে ওঠানামা করছে। ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কমপক্ষে দু’ঘণ্টা দেরিতে ওঠানামা করছে বিমান। ঝড়ের জেরে ২৫টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

টানা ভারি বৃষ্টিতে জলমগ্ন দিল্লির অধিকাংশ রাস্তাঘাট, ব্যাহত বিমান পরিষেবা

শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ঝড়বৃষ্টির কারণে দিল্লির তাপমাত্রা হু হু করে কমেছে। মৌসম ভবন জানিয়েছে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবারের মধ্যে ফের দাবদাহের পরিস্থিতি ফিরবে‌।
খবর : আজকাল ডট ইন।

Spread the News
error: Content is protected !!