কাবুগঞ্জে জয়ী আরজানপুর
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ মে : কাবুগঞ্জে নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে জয়ী হল এসপিএম আরজানপুর। কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির ব্যবস্থাপনায় লক্ষীচরন হাইস্কুলের খেলার মাঠে শুক্রবার এসপিএম আরজানপুরের মুখোমুখি হয় চেংদুয়ার এফসি শিলচর। ২-০ গোলে জয়ী হয় আরজানপুর। খেলায় জোড়া গোল করেন আবিদুর রহমান। ৫৩ এবং ৫৯ মিনিটে গোল করেন তিনি। এদিনের খেলার সেরা খেলোয়াড় পুরস্কার পান আবিদুর। ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য এবং জাফর বড়ভূইয়া। আগামীকাল খেলবে কাইদি এফসি ও ইয়ংস্টার ক্লাব, কর্কট।
