পেহেলগামে নিহত কেরলের রামচন্দ্রনের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ৫ লক্ষ টাকা প্রদান কৌশিক- নন্দিতার

বরাক তরঙ্গ, ২৩ মে : পেহেলগামে নিহত কেরলের এর্নাকুলামের বাসিন্দা এন রামচন্দ্রনের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করলেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় ও নন্দিতা গার্লোসা। শুক্রবার এক বিবৃতিতে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় জানান, গত এপ্রিল মাসে পেহেলগামের সন্ত্রাসী ঘটনা এখনও প্রতিজন ভারতীয়কে শোকাহত করে তোলে। পেহেলগামের ঘটনার পর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সন্ত্রাসীদের নৃশংসতার ফলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী তাঁর ঘোষণা আজ বাস্তবায়ন করেছেন।

পেহেলগামে নিহত কেরলের রামচন্দ্রনের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ৫ লক্ষ টাকা প্রদান কৌশিক- নন্দিতার

মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, তিনি আজ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কেরালার এর্নাকুলামের বাসিন্দা প্রয়াত এন রামচন্দ্রনের স্ত্রী শিলা রামচন্দ্রনের সাথে দেখা করেছেন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শোকবার্তা সহ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। এদিন শিলা রামচন্দ্রনন, কন্যা আরতি রামচন্দ্রনন এবং পুত্র অরবিন্দ রামচন্দ্রনন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে তাঁর দয়া ও সহযোগিতার জন্য এবং এই সঙ্কটের সময় তাঁদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সচিব কৈলাস কার্তিক।

পেহেলগামে নিহত কেরলের রামচন্দ্রনের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ৫ লক্ষ টাকা প্রদান কৌশিক- নন্দিতার
Spread the News
error: Content is protected !!