১ জুন থেকে খোঁজের অনূর্ধ্ব-১৯ ফুটবল শুরু হচ্ছে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সংস্থার উদ্যোগে  পরেশচন্দ্র দত্ত এবং জ্যোৎস্না দত্ত স্মৃতি ট্রফি ও প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ গ্রামীণ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা শুরু হবে এক জুন  থেকে। এই আসর বসবে সোনাই নিত্য গোপাল এইচএস স্কুলের মাঠে।

বৃহস্পতিবার দুপুরে খোঁজ-র গোপালগঞ্জের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান খোঁজ-র সভাপতি ডাঃ এম মাসুম ও সচিব সজল লস্কর। তাঁরা জানান, এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল নেওয়া হবে। ইচ্ছুক প্রতিযোগীরা আগামী পঁচিশ মের ভিতরে নাম নথিভুক্ত করতে পারবেন।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা। তাছাড়া রানার্সদের ট্রফি ও নগদ পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।  তাছাড়া সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার পুরস্কৃত করা হবে। সম্মেলনে টুর্নামেন্টের নিয়ম-নীতি নিয়ে কথা বলেন, এই টুর্নামেন্টের সহযোগী সংগঠন সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার  জানান এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে সোনাই এ্যাজি স্কুলের মাঠ সারাইয়ের কাজ চলছে। প্রথম দিন ম্যাচ শুরু হবে রোজ বিকেল  সাড়ে তিনটায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে থাকবেন ভারতীয় স্কুল ফুটবল দলের খেলোয়াড় অসীম চক্রবর্তী, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন সন্তোষ ট্রফি খেলোয়াড় বাপন লস্কর, জেলা দলের খেলোয়াড় জহর পাল, তোষারকান্তি বর্মন, মুসলে উদ্দিন, গণেশ ভদ্র, ডিএসএল এজিএস অরিজিৎ গুপ্ত, কোষাধ্যক্ষ বুদ্ধ দেব চৌধুরী, রামকৃষ্ণ দেব রামু। এছাড়া অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

১ জুন থেকে খোঁজের অনূর্ধ্ব-১৯ ফুটবল শুরু হচ্ছে

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার এজিএস রেজওয়ান খান, কোষাধক্ষ্য কামাল লস্কর, ক্রীড়া সম্পাদিকা তাহেরা লস্কর, পরিতোষচন্দ্র দত্ত ফাইন্যান্সের, সহযোগিতায় ফুটবল অ্যাকাডেমি বদর উদ্দিন মজুমদার ও জলিল আহমেদ লস্কর প্রমুখ।

Spread the News
error: Content is protected !!