প্রতাপ-এর শহিদ স্মরণ : অমর উনিশে মে-র প্রতি শ্রদ্ধার্ঘ্য
বরাক তরঙ্গ, ২২ মে : অমর উনিশে মে-র ভাষা শহিদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল সমাজ ও সাহিত্য বিষয়ক ছোটকাগজ প্রতাপ। এই উপলক্ষে ১৮ মে সন্ধ্যায় অনলাইন সংস্করণে প্রকাশিত হয় প্রতাপ-এর ২৬তম সংখ্যা, যার মূল প্রতিপাদ্য ছিল “উনিশে মে’র ইতিহাস ও বর্তমান প্রাসঙ্গিকতা”।
এই বিশেষ সংখ্যায় প্রবন্ধ লেখেন কবি ও সংবাদকর্মী মহুয়া চৌধুরী, ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক সুনীল রায়, কবি শতদল আচার্য, কবি অসিত চক্রবর্তী। এছাড়াও কবিতা পরিবেশন করেন কবি পরিমল কর্মকার।
১৯ মে সকালবেলা শিলচর রেলস্টেশনের শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করা হয়। এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে গান্ধীবাগে অবস্থিত শহিদ স্মৃতিসৌধে প্রতাপ-এর সঙ্গে যুক্ত নবীন লেখক ও লেখিকারা সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গোপেন্দ্র দাস, সুরোজ কুমার নাথ, সুজিতা দাস, অপর্ণা কুমার, সুস্মিতা দাস চৌধুরী, শ্রুতি দাস, শ্রেয়ান দাস এবং সম্পাদক শৈলেন দাস। এই শ্রদ্ধাঞ্জলি শুধু অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতের প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির লড়াইয়ের গুরুত্ব অনুধাবনের আহ্বান।