সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পাথারকান্দিতে যুবক গ্রেফতার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ মে : সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থনের জেরে উত্তপ্ত পাথারকান্দি। দেশবিরোধী পোস্টের অভিযোগে এবার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম রশিদ আহমদ। তার বাড়ি বালিডর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতেই টিলাবাড়ি এলাকায় নিজ বাসভবন থেকে রশিদকে আটক করে পাথারকান্দি থানার পুলিশ। অভিযোগ, সে তার ব্যক্তিগত ফেসবুক পেজে পাকিস্তানের সমর্থনে পোস্ট করে, যেখানে পাকিস্তানের জাতীয় পতাকার ছবিও ব্যবহৃত হয়েছিল। বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

স্থানীয়দের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পাথারকান্দি থানায় ১২৩/২৫ নম্বর মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পাথারকান্দিতে যুবক গ্রেফতার
Spread the News
error: Content is protected !!