মাছ ধরতে গিয়ে লঙ্গাই নদীতে সলিলসমাধি যুবকের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ মে : বৃহস্পতিবার মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে  বেরিয়েছিলেন আছিমগঞ্জ এলাকার পূর্ব মুড়াউরা গ্রামের যুবক ফারুক উদ্দিন (২২)। কিন্তু কে জানত, সেটাই হবে তাঁর জীবনের শেষ সকাল। নদীর স্রোতে হারিয়ে গেল এক এক তরতাজা প্রাণ। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ফারুক বাড়ির লাগোয়া লঙ্গাই নদীতে মাছ ধরতে যান। তবে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। পরে তাঁরা খোঁজ শুরু করলে নদীর তীরে পড়ে থাকা ফারুকের জুতো দেখতে পান তবে তাঁর কোনও খোঁজ মেলে না।পরিবারের আতঙ্ক ও চিৎকারে এলাকাবাসী জড়ো হন এবং সঙ্গে সঙ্গে নদীতে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পরই উদ্ধার হয় ফারুক উদ্দিনের নিথর দেহ।

খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় তদন্ত ও এনকুয়েস্টের পর মরদেহ পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য। এদিন সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে শবদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মুড়াউরা গ্রামে।

মাছ ধরতে গিয়ে লঙ্গাই নদীতে সলিলসমাধি যুবকের
Spread the News
error: Content is protected !!