লঙ্কার সাঁওতাল সম্প্রদায়ের প্রথম চিকিৎসক মার্টিনা

পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ১৪ মে : লঙ্কা শহর সংলগ্ন এজারবাড়ি গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের প্রথম চিকিৎসক মার্টিনা টুডু। তাঁর সাফল্যে সমগ্র অঞ্চলে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

টুডু তেজপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি অসমের সাঁওতাল সম্প্রদায়ের প্রথম মহিলা যিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। ডাঃ মার্টিনা টুডুর কৃতিত্বের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রণোজ পেগু।
 

লঙ্কার সাঁওতাল সম্প্রদায়ের প্রথম চিকিৎসক মার্টিনা
Spread the News
error: Content is protected !!