দিনব্যাপী নানান সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমা পালন কাশীপুর সিআরপিএফ ক্যাম্পে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ মে : সমগ্র দেশের সঙ্গে-সঙ্গতি কাশীপুরস্থিত ১৪৭ নং সিআরপিএফ ক্যাম্পে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন সহ রাস্তার পাশে ক্যাম্পের অধীনে প্রত্যেকস্তরের সিআরপিএফ কর্মী ও সৈনিকদের ব্যক্তিগত উদ্যোগে জাতীয় প্রতীক  অশোক স্তম্ভ সহ ভারত মাতার মূর্তি স্থাপনার বছর পূর্তি পালন করা হয়। এদিন সকাল ১০ টা থেকে এই অঞ্চলের নৃত্য ও সঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে মাতিয়ে তোলেন ক্যাম্প চত্বর। বক্তব্যে ১৪৭ নং কাশিপুর সিআরপিএফের কমান্ডেন্ট ব্রুনো এ বলেন, ‘আমরা এই অনুষ্ঠানের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। দেশপ্রেম এবং জাতীয় অনুভূতি প্রচার ও জনপ্রিয় করা অত্যন্ত জরুরি। স্মৃতিস্তম্ভ ও জাতীয় প্রতীক নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগের অংশ হিসেবে আমরা এখানে তিনটি সৃষ্টি স্থাপন করেছি।’ আজ আমাদের বুদ্ধপূর্ণিমা উদযাপনের প্রথম বর্ষপূর্তিও, যা আমরা গত বছরও উদ্বোধন হয়েছিল।

অশোক স্তম্ভ বা অশোকের সিংহচতুষ্ক, যা ভারতের জাতীয় প্রতীক হিসেবে পরিচিত, এটি হল একটি ত্রিমাত্রিক কাঠামো যেখানে চারটি সিংহ পিঠে পিঠ দিয়ে বসানো রয়েছে। এই সিংহগুলি একটি গোলাকার আবক্ষের উপর স্থাপিত, যা একটি ঘণ্টার আকৃতির পদ্মের উপর দাঁড়িয়ে আছে। আবেক্ষটির উপর একটি হাতি, একটি দৌড়ন্ত ঘোড়া, একটি ষাঁড় এবং একটি সিংহ খোদাই করা রয়েছে, যেগুলোর মাঝখানে ধর্মচক্র খোদাই করা আছে। প্রতীকের নিচে দেবনাগরী লিপিতে লেখা আছে “সত্যমেব জয়তে” (সত্যই জয়ী হয়)।

দিনব্যাপী নানান সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমা পালন কাশীপুর সিআরপিএফ ক্যাম্পে

তিনি আরও বলেন, এই তিনটি প্রতীককে দেখে এই সড়কের দিয়ে চলা-ফেরা করা পথচারীদের মনের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসি রবি মিশ্রা ও অরবিন্দ কুমার চৌবে সহ ক্যাম্পের অফিসার ও সেনা কর্মী সহ তাদের পরিবারবর্গের সদস্যরা।

দিনব্যাপী নানান সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমা পালন কাশীপুর সিআরপিএফ ক্যাম্পে

Author

Spread the News