বিভিন্ন কর্মসূচি রবীন্দ্রজয়ন্তী পালন চতুরঙ্গের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ মে : পাথারকান্দিতে ও শ্রদ্ধার আবহে কবিগুরুকে স্মরণ করল পাথারকান্দির অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন চতুরঙ্গ। ২৫ বৈশাখের সকালবেলা স্থানীয় রবীন্দ্রভবনে কবিগুরুর স্থায়ী প্রতিকৃতিতে সংস্থার পক্ষ থেকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে কবিগুরুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন সংস্থার উপদেষ্টা রনোজিৎ ধর। তৎসঙ্গে সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহলগাঁও-এ সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া পর্যটনদের আত্নার সদগতি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন উদীয়মান নৃত্য শিল্পী সুস্মিতা দাস। পরে একে একে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ভরপুর এক রবীন্দ্র সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হয় রবীন্দ্র নৃত্য, সংগীত আবৃত্তি। সন্ধ্যার মুখ্য আকর্ষণ ছিল কবিগুরুর ছোটগল্প অবলম্বনে নাটক কাবুলিওয়ালা।

বিভিন্ন কর্মসূচি রবীন্দ্রজয়ন্তী পালন চতুরঙ্গের

এতে বিভিন্ন চরিত্রে ছিলেন সিদ্ধার্থ শেখর পালচৌধুরী, শিশুশিল্পী সৃজিতা সেন, রূপশ্রী কর, সুস্মিতা দাস, সুরজিৎ হোমচৌধুরী, অসীম ধর ও সুরজিৎ সেন। তাছাড়া এদিন বৃহত্তর পাথারকান্দি এলাকায় বিভিন্ন দল, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের খবর পাওয়া গেছে।

বিভিন্ন কর্মসূচি রবীন্দ্রজয়ন্তী পালন চতুরঙ্গের
Spread the News
error: Content is protected !!