বুধবার অসমে ২০টি জেলায় যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া

বরাক তরঙ্গ, ৬ মে : পহলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের উত্তেজনা বাড়ার মধ্যে, কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় দেশের রাজ্যগুলোকে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিতে যুদ্ধের মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের একটি নির্দেশ অনুযায়ী, সব রাজ্যকে ৭ মে বুধবার  যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া পরিচালনা করতে বলা হয়েছে।

দেশের ২৪৪টি জেলায় মক ড্রিল অনুষ্ঠিত হবে। এরমধ্যে অসমে ২০টি স্থানে যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হবে। সিভিল ডিফেন্সের মক ড্রিলের স্থানগুলো হল বঙাইগাঁও, ডিব্রুগড়, ধুবড়ি, গোয়ালপাড়া, যোরহাট, শিবসাগর, তিনিসুকিয়া, তেজপুর, ডিগবয়, দুলিয়াজান, গুয়াহাটি (দিসপুর), রঙ্গিয়া, নামরূপ, নাজিরা, উত্তর লখিমপুর, নুমালিগড়, দরং, গোলাঘাট, কার্বি আংলং এবং কোকরাঝাড়।

বুধবার অসমে ২০টি জেলায় যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া
Spread the News
error: Content is protected !!