জঙ্গিদের খাবার দিয়ে সাহায্য করেছিল যুবক! পালাতে গিয়ে ডুবে মৃত্যু সন্দেহভাজনের

৫ মে : সন্ত্রাসী যোগসূত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা যুবকের দেহ উদ্ধার করল নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরের  কুলগামের ২৩ বছরের ওই যুবকের নাম ইমতিয়াজ আহমেদ মাগরে। জানা গিয়েছে, নদী দিয়ে পালানোর সময় ডুবে মৃত্যু হয় তার। এদিকে, যুবকের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে সেনা ও পুলিশকে। হেফাজতে মৃত্যুর অভিযোগ তুলেছে যুবকের পরিবার।

ইমতিয়াজকে লস্কর-ই-তৈবার স্লিপার সেলের সদস্য সন্দেহে আটক করা হয়েছিল। পরিবারের দাবি, দিন কয়েক আগে ইমতিয়াজতে তুলে নিয়ে যায় পুলিশ। কাজের সন্ধানে যাওয়া ভিন রাজ্য থেকে কাশ্মীরের বাড়িতে দিন পনেরো আগে ফিরেছিল ইমতিয়াজ। রবিরার তাঁর দেহ স্থানীয় নদীতে ভাসতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ইমতিয়াজ জানায় যে জঙ্গিদের খাবার দিয়েছিল। সেই সঙ্গে কুলগামের তাংমার্গ এলাকায় জঙ্গলে জঙ্গিরা যাতে লুকিয়ে থাকতে পারে সেই জন্য অন্যান্য জিনিসপত্র দিয়েও সাহায্য করেছিল সে। নিরাপত্তাবাহিনীকে জঙ্গিদের গোপন ডেরায় নিয়ে যেতেও নাকি রাজি হয়েছিল সে।

এরপর গতকাল যখন জম্মু ও কাশ্মীর পুলিশ (JK Police) এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের ওই ডেরায় হানা দেয়, তখনই পালাতে যায় ইমতিয়াজ। নদীতে ঝাঁপ দেয় সে। পালানোর চেষ্টা করলেও তীব্র স্রোতে তা সম্ভব হয়নি। গোটা ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। যদিও এই বয়ান মানতে নারাজ তার পরিবারের লোকজন। তাদের বক্তব্য, সেনা-পুলিশের হেপাজতে থাকা ইমতিয়াজের মৃত্যুর কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত করা দরকার। যুবকের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি জানান, এই ঘটনাটি গুরুতর প্রশ্ন উথ্থাপন করে দিয়েছে। যদিও যুবকের মৃত্যুতে আঙুল তোলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছে নিরাপত্তাবাহিনী।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

জঙ্গিদের খাবার দিয়ে সাহায্য করেছিল যুবক! পালাতে গিয়ে ডুবে মৃত্যু সন্দেহভাজনের
Spread the News
error: Content is protected !!