পাকিস্তানি রেঞ্জার আটকের পর এলোপাথাড়ি গুলি, জবাব ভারতীয় সেনার

পাকিস্তানি রেঞ্জার আটকের পর এলোপাথাড়ি গুলি, জবাব ভারতীয় সেনার

৪ মে : অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে পাকিস্তানি রেঞ্জার। তাঁকে আটক করার পরই পাকিস্তান যেন আরও বাড়াবাড়ি শুরু করল। ভারত লক্ষ্য করে ফের এলোপাথাড়ি গুলি চালাল পাক সেনা। এই নিয়ে টানা ১০ দিন ধরে সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা।

জানা গিয়েছে, কুপওয়াড়া, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দেরবানি ও আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। গুলির জবাব গুলি দিয়েই দিয়েছে ভারতীয় সেনাও। সংঘর্ষে ভারতের কোনও সেনা আহত হননি বলেই খবর।

পহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। আর সেই সুযোগেই ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রতিদিনই রাতে ভারত-পাক সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গুলি চালাচ্ছে।

প্রসঙ্গত, শনিবারই সীমান্তরক্ষী বাহিনী রাজস্থানে ভারত-পাক সীমান্তের কাছ থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে গ্রেফতার করে। ওই পাকিস্তানি রেঞ্জার জেনে বুঝেই ভারতে অনুপ্রবেশ করেছিল। বর্তমানে বিএসএফের হেফাজতেই রয়েছে ওই পাক রেঞ্জার।
খবর : tv9 Bangla।

পাকিস্তানি রেঞ্জার আটকের পর এলোপাথাড়ি গুলি, জবাব ভারতীয় সেনার
Spread the News
error: Content is protected !!