পাথারকান্দিতে প্রস্তুতি চূড়ান্ত, পৌঁছলেন ভোটকর্মীরা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ মে : প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শুক্রবার ভোর হতেই পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে লোয়াইপোয়া ও পাথারকান্দির  ব্লকের অধীন শুরু হবে গণতন্ত্রের মহাযজ্ঞ। এবার প্রথমবারের মতো এই বৃহত্তর কেন্দ্রে চারটি জেলা পরিষদ এলাকার মোট ২৪৫টি বুথ কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রশাসন। শুক্রবার সকাল ৭-৩০ থেকে বিকেল ৪-৩০ পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে জেলা পরিষদে ৪ জন, আঞ্চলিক পঞ্চায়েতে ৩০ জন, এবং ৫৪৩ জন ওয়ার্ড সদস্য প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ১,৭১,৫৫৪ জন ভোটার। ভোটারদের মধ্যে রয়েছেন ৮৭,০১৬ জন পুরুষ, ৮৪,৫৩৫ জন নারী, এবং ৩ জন তৃতীয় লিঙ্গের নাগরিক।এদিকে, নির্বাচনের আগেই ২ জন জেলা পরিষদ প্রার্থী এবং ১২ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই ইন্দোর স্টেডিয়ামে জড়ো হন ভোটকর্মীরা, যারা নির্ধারিত যানবাহনে করে সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজ ও আকাইদুম নেহরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যবর্তী স্থান থেকে বুথসামগ্রী সংগ্রহ করেন। রাজ্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের উপস্থিতিতে বুথ সামগ্রী বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করা হয়।প্রশাসন জানিয়েছে, প্রত্যেকটি বুথে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে, যেকোনো অপ্রীতিকর ঘটনার সময় পুলিশ যেন দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেজন্য গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাথারকান্দিতে প্রস্তুতি চূড়ান্ত, পৌঁছলেন ভোটকর্মীরা

ভোটারদের উদ্দেশ্যে প্রশাসনের আহ্বান— “নির্ভয়ে ভোট দিন, গণতন্ত্রের শক্তিকে আরও মজবুত করুন।” তবে এখনো পর্যন্ত কতটি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে, সে তথ্য জানা যায়নি।

পাথারকান্দিতে প্রস্তুতি চূড়ান্ত, পৌঁছলেন ভোটকর্মীরা
Spread the News
error: Content is protected !!