‘অপারেশনাল স্বাধীনতা’ ভারতীয় সেনাকে প্রধানমন্ত্রীর

৩০ এপ্রিল : জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযান নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর ওই বৈঠকেই প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। জঙ্গি হামলার পরে ভারতের তরফ থেকে কী ভাবে প্রত্যাঘাত আনা হবে, তার ধরণ, টার্গেট এবং সময় নির্ধারণের জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন ভারতীয় সেনাকে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে নয়াদিল্লিতে নিজের বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাজনাথ সিং, অজিত ডোভালের সঙ্গে বৈঠকে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও। উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান অমর প্রীত সিংও। মোট ৯০ মিনিট ধরে চলে এই বৈঠক। কাশ্মীরের আইন শৃঙ্খলার সঙ্গে সঙ্গেই কী ভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে সেই সমন্ধেও কথা হয়ে থাকতে পারে বলে খবর সূত্রে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরেই প্রতিশোধের আগুনে ফুটছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই বলেছেন কাউকে রেয়াত করা হবে না। একই সুরে আক্রমণ শানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত সপ্তাহে তিনি বলেন, হামলার ‘কঠোর জবাব’ দেওয়া হবে। একই সুর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলাতেও।

'অপারেশনাল স্বাধীনতা' ভারতীয় সেনাকে প্রধানমন্ত্রীর
Spread the News
error: Content is protected !!