হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু ১৪, ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা প্রধানমন্ত্রীর

৩০ এপ্রিল : হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু হল কমপক্ষে ১৪ জনের। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের পর বের করা হয় একের পর এক মৃতদেহ।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতার মেছুয়া বাজার সংলগ্ন ওই হোটেলে আগুন লাগে। ওইসময় হোটেলে ৮৮ জন গেস্ট ছিলেন। হোটেলে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক।

হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়। মোট ১৩ জনের দেহ হোটেল থেকে বের করে নিয়ে আসা হয়। সবমিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দুই নাবালক-নাবালিকা রয়েছে। মৃতদের মধ্যে ভিনরাজ্যের একাধিক বাসিন্দা রয়েছেন।

এ দিকে, অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করলেন। একইসঙ্গে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু ১৪, ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা প্রধানমন্ত্রীর
Spread the News
error: Content is protected !!