কাজি, দারুল বা শরিয়া আদালতকে মান্যতা দেয় না সংবিধান : সুপ্রিম কোর্ট

২৯ এপ্রিল : কাজি, দারুল বা শরিয়া আদালতকে মান্যতা দেয় না সংবিধান। এক মামলার শুনানিতে স্পষ্ট একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই ধরনের আদালতের সিদ্ধান্ত আইনতভাবে কার্যকর হতে পারে না বলেও স্পষ্ট করেছে শীর্ষ আদালত।

ভরণপোষণ সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। হাইকোর্ট এই ধরনের খাপ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে মহিলাকে ভরণপোষণ না দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহিলা।

বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি আহসানুদ্দিন আমানুতুল্লার বেঞ্চ জানিয়েছে, এই ধরনের শরিয়া আদালত ও ফতোয়ার কোনও আইনি অনুমোদন নেই। বিচারপতি আমানুতুল্লা জানান, কাজি, দারুল বা শরিয়া আদালত নাম যাই হোক না কেন, সাংবিধানিকভাবে তাদের কোনও আইনি মর্যাদা নেই। মহিলার পক্ষে রায় দিয়ে আদালত জানিয়েছে, মামলাকারীর আবেদনের দিন থেকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতে হবে তাঁর প্রাক্তন স্বামীকে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

কাজি, দারুল বা শরিয়া আদালতকে মান্যতা দেয় না সংবিধান : সুপ্রিম কোর্ট
Spread the News
error: Content is protected !!