৮ দিনের সফরসূচি নিয়ে আসছেন অখণ্ড সঙ্ঘপ্রধান শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : দীর্ঘ চার বছর পর বরাক উপত্যকায় আসছেন স্বামী স্বরূপানন্দের উত্তরসূরী, অখণ্ড সঙ্ঘপ্রধান শ্রীশ্রী তপন ব্রহ্মচারী (দাদামণি)। ২ মে তিনি শিলচরে এসে পৌঁছবেন এবং তার ৮ দিনের সফর সেরে ৯ মে ফিরে যাবেন কলকাতায়। এবারের সফরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সাংগঠনিক বৈঠক। শিলচর এবং শ্রীভূমিতে থাকবে অখণ্ড মন্ত্রে দীক্ষাদান সহ শ্রদ্ধাবান ব্যক্তিদের দর্শন দেবেন তিনি। রয়েছে একটি সেবা কেন্দ্র উদ্বোধন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বামী স্বরূপানন্দের জীবনের ওপর বানানো ছায়াছবি, ‘ওঁকারের জয়যাত্রা’ প্রদর্শন।

সোমবার শিলচর অধাচক আশ্রমে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে দক্ষিণ অসম অখণ্ড সংগঠনের সদস্যরা তপন ব্রহ্মচারীর সফলসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

৮ দিনের সফরসূচি নিয়ে আসছেন অখণ্ড সঙ্ঘপ্রধান শিলচরে
Spread the News
error: Content is protected !!