রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের খরচের হিসেব পরীক্ষার সভা ২৬, ২৮ ও ৩০

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড মেম্বারদের দৈনন্দিন নির্বাচনী খরচের হিসাব পরীক্ষার সভা ২৬, ২৮ ও ৩০ এপ্রিল রামকৃষ্ণনগর কলেজে  প্রতিদিন সকাল সাড়ে ১০টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে। রামকৃষ্ণনগর সমজেলার পঞ্চায়েত নির্বাচনে এক্সপেনডিচার মনিটরিং সেলের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক, নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের নির্দেশে সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবগতির জন্য জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইড লাইন অনুসারে রামকৃষ্ণনগর বিধান সভার অন্তর্গত জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ওয়ার্ড মেম্বারদের দৈনন্দিন নির্বাচনী খরচের প্রথম হিসাব পরীক্ষা ২৬ এপ্রিল, দ্বিতীয় হিসাব পরীক্ষা ২৮ এপ্রিল এবং তৃতীয় হিসাব পরীক্ষার সভা ৩০ এপ্রিল প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে রামকৃষ্ণনগর কলেজে অনুষ্ঠিত হবে। এতে প্রতি জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তাদের ইলেকশন এজেন্ট সহ দৈনন্দিন নির্বাচনী ব্যয়ের সব আপ টু ডেট নথিপত্র নিয়ে ওই সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া প্রার্থীদের এবিসি রেজিস্টার অনুসারে দৈনন্দিন হিসাব প্রস্তুত করতে এবং তা অ্যাকাউন্টিং টিমের কাছে হিসাব ক্রস চেকিং এর জন্য জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। যা পরবর্তীতে ওই তারিখে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের কাছে চুড়ান্ত পরীক্ষার জন্য দাখিল করা হবে।

রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের খরচের হিসেব পরীক্ষার সভা ২৬, ২৮ ও ৩০
Spread the News
error: Content is protected !!