কংগ্রেসের দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, জয়ী বিজেপি
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : বঢ়মপুর জেলা পরিষদ এবং যমুনামুখ জেলা পরিষদের কংগ্রেস দলের দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দুই প্রার্থী জয়লাভ করেন।
শনিবার সন্ধ্যায় বঢ়মপুর বিধায়ক জিতু গোস্বামীর বাসগৃহে বাজি ফুটিয়ে এই বিজয় উদযাপন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করা প্রার্থী দুই জন হলেন বঢ়মপুর জেলা পরিষদের সুনীতা ইংতিপি এবং যমুনামুখ জেলা পরিষদের পূরবী বরদলৈ। অন্যদিকে, মনোনয়ন প্রত্যাহার করা দু’জন হলেন বঢ়মপুর জেলা পরিষদের পারবিন সুলতানা এবং যমুনামুখ জেলা পরিষদের জুরি দাস।
