নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত্যু সাতজনের

৮ এপ্রিল : যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার দুর্ঘটনায় মৃত্যু ঘটল সাতজনের। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩০ জন। দুর্ঘটনাটি মঙ্গলবার বাংলাদেশের ফরিদপুর সদরের জোয়াইড় এলাকার জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ এবং এক শিশু রয়েছে। এদের সকলের পরিচয় পাওয়া গেল।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে ৬জনের পরিচয় পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামে জোয়ার সরদার (৭০), তার ছেলে ইমান সদ্দার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহির উদ্দিনের পুত্র আজিবর (৪৬), ফরিদপুর জেলা সদরের হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)। এদের মধ্যে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত্যু সাতজনের

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা-ফরিদপুরগামী ঢাকা মেট্রো-জ-১১-০০৬৬ ফারাবী ডিলাক্স ফরিদপুর আসার পথে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন জোয়াইড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে সজরে আঘাত লেগে উল্টে খাদে পড়ে যায়।

Spread the News
error: Content is protected !!