মণিপুরে অপহৃত ব্যক্তিকে চব্বিশ ঘণ্টার মধ্যে উদ্ধার

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : চব্বিশ ঘণ্টার মধ্যে মণিপুরে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হল।  আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ যৌথ অভিযানে তামেংলং জেলার টোলেন গ্রাম থেকে একজন অপহৃত ব্যক্তিকে সফলভাবে উদ্ধার করে। এনএইচআইডিসিএল-এর গণপতি কোম্পানির কর্মচারী সুনীল কুমার নামে ওই ব্যক্তিকে মাওকট গ্রামের কাছে বরাক নদীর কাছে একটি পাথরের খনি থেকে দুষ্কৃতীরা অপহরণ করে বৃহস্পতিবার।

শুক্রবার মণিপুর পুলিশের সঙ্গে আসাম রাইফেলস ঘটনাগুলি তদন্ত করে এবং সিএসওদের একত্রিত করে ব্যক্তির দ্রুত ও উদ্ধার কাজে নেমে পড়ে। আসাম রাইফেলস সারা রাত পার্শ্ববর্তী জঙ্গলে একাধিক অভিযান চালায়। সিএসওরা তথ্য পাওয়ার জন্যও নিযুক্ত ছিল, যা শেষ পর্যন্ত অপহরণকারীদের ২৪ ঘণ্টার মধ্যে ব্যক্তিকে অক্ষত অবস্থায় ছেড়ে দিতে বাধ্য করেছিল। নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত করছে।

মণিপুরে অপহৃত ব্যক্তিকে চব্বিশ ঘণ্টার মধ্যে উদ্ধার
Spread the News
error: Content is protected !!