পঞ্চায়েত নির্বাচন : অগপ-বিজেপির দলীয় সভা শিলচরে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে অগপ ও বিজেপি দলের কাছাড় জেলা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার অগপ দলের কাছাড় জেলার কার্যালয়ে এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক গোপাল রায়, সম্পাদক সৌমিত্র দেব, যুব পরিষদের জেলার কার্যকারী সদস্য পাপ্পু গোয়ালা এবং অগপ দলের দুই সম্পাদকদ্বয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল ডেকা ও কেএইচ বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, কেন্দ্রীয় সদস্য রাজীব সিনহা,কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হুসেন লস্কর, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী ও জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর প্রমুখ। অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল ডেকা বলেন, অসমের প্রত্যেকটি বিধানসভার শহর থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের জনগণের সঙ্গে সম্পর্ক রয়েছে,তাই আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মিত্র জোটের প্রার্থীদেরকে জয়ী করতে অগপ ও বিজেপি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে পরামর্শ দেন।

বিজেপির জেলা সভাপতি রূপম সাহা বলেন, বিজেপি দলের রাজ্যিক কমিটির নির্দেশে তিনি আসাম সরকারের মিত্র জোট সরকারের শরিক দল অগপ দলের জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছেন একে-অপরের সাথে পরিচয় হওয়ার জন্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মিত্র জোটের সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে অগপ ও বিজেপি দলের পার্থীদেরকে জয়ী করার আহ্বানের পাশাপাশি বিগত দিনে কংগ্রেস সরকারের শাসনকালে ব্যাপকহারে দুর্নীতি শিকার হয়েছেন সাধারণ মানুষ, সেই দুর্নীতিগ্ৰস্ত কংগ্রেস সরকারকে যেভাবে উৎখাত করে মিত্রজোট সরকারকে রাজ্যে বসিয়ে ছিলেন, ঠিক একইভাবে এই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি জেলার মিত্র জোটের সমর্থিত প্রার্থীরা জেলা পরিষদ দখল করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, কাছাড় জেলার অগপ দলের নেতা-কর্মীরা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিগত কয়েক মাস থেকে দলীয় প্রচার চালিয়ে যাচ্ছেন, তাই অগপ দলের সমর্থিত প্রার্থীরা নিঃসন্দেহে জয়ী হবেন,এতে কোনো ধরনের সন্দেহ নেই। সম্পূর্ণ সভাটি পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক মণিতন সিংহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রচার সম্পাদক রুমিম মাঝারভূইয়া, কার্যালয় সম্পাদক দীপ ভট্টাচার্য সহ জেলার প্রত্যেকটি বিধান পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।