বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু ৯ এপ্রিল

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) মিডিয়া ক্রিকেট ফেস্টের ১৪ তম সংস্করণের খেলা শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। আর তা চলবে ১৩ এপ্রিল অবধি। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয় দল। হাইলাকান্দি এবং করিমগঞ্জের পাশাপাশি শিলচর থেকে খেলবে চারদল। আসরের মূল স্পনসর হল বুন্দ।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বাকস কর্মকর্তারা জানান, আসরে মোট ছয় দলকে দুটি গ্ৰুপে ভাগ করা হয়েছে। ‘ এ ‘ গ্ৰুপে রয়েছে শিলচর নিউজ রকার্স, হাইলাকান্দি খবর হিরোজ, অটল প্রেস ফাইটারস। বি গ্ৰুপে রয়েছে প্যারামাউন্ট মিডিয়া চালেঞ্জার, নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স, বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকর্স। ৯ এপ্রিল আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হাইলাকান্দি খবর হিরোজ এবং অটল প্রেস ফাইটার। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ মার্চ। বিভিন্ন ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি বিজয়ী এবং রানার্স দল ট্রফি সহ নগদ ১০ হাজার এবং ৭ হাজার টাকা পাবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাকস কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম, দেবাশিস সোম, শুভেন্দু দাশ, কিঙ্কর দাস, অভিজিৎ ভট্টাচাৰ্য, স্পনসর গোষ্ঠীর পক্ষে আকরাম মজুমদার প্রমুখ।

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু ৯ এপ্রিল
Spread the News
error: Content is protected !!