শ্রীভূমিতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর বিহুর উপহার প্রদান

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিহুর আনন্দ আরও বিশেষ করে তুলতে শ্রীভূমি জেলা প্রশাসন রিকগনাইজ আইডেন্টিটি কার্ড হোল্ডার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য বিহু উপহার বিতরণ করা হল। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীভূমিতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর বিহুর উপহার প্রদান

অনুষ্ঠানে জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী সংবাদকর্মীদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং ঐতিহ্যবাহী অসমের গর্ব ফুলাম গামছা তুলে দেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, এই উপহার শুধুমাত্র স্বীকৃত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য প্রদান করা হয়, যা তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক।

শ্রীভূমিতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর বিহুর উপহার প্রদান

প্রতি বছর, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সংবাদমাধ্যমের স্বীকৃত প্রতিনিধিদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়। এবারের আয়োজনে সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই বিশেষ উপহার পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন।

শ্রীভূমিতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর বিহুর উপহার প্রদান
Spread the News
error: Content is protected !!