“অনৈসলামিক কাজ বর্জন করার আহ্বান মওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহে

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : মুসলিম জাতির একটা বিরাট সংখ্যক লোক আজ কোরান ও হাদিস থেকে বহুদূরে অবস্থান করছে। সোমবার দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে বয়ান রাখতে গিয়ে আক্ষেপের সুরে এ কথা বলেন বদরপুর দেওরাইল টাইটাল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ তথা প্রখ্যাত মুহাদ্দিস মওলানা ফরিদ চৌধুরী। তিনি বলেন, আজ মুসলিম জাতির একটা বিরাট সংখ্যক লোক কোরান ও হাদিস থেকে বহুদূরে অবস্থান করায় অনেক মুসলিম সম্প্রদায়ের লোকের মধ্যে মিথ্যা, হিংসা-বিদ্বেষ, সুদ-ঘুষ, প্রতারণা, মারামারি, খুনাখুনি, নেশা জাতীয় দ্রব্য সহ ইত্যাদি ইসলাম পরিপন্থী কাজে ঘিরে ফেলেছে। এসব যদি বর্জন না করা হয়, তাহলে ‘ইহকাল’ ও ‘পরকালে’ তার কঠিন শাস্তি ভোগ করতে হবে।

এদিন সকাল পূর্ব নির্ধারিত সকাল ৮-৩০ মিনিটের সময় বদরপুর দেওরাইল টাইটাল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ তথা প্রখ্যাত মুহাদ্দিস মওলানা ফরিদ চৌধুরীর ইমামতিতে ঈদগাহে হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লি নিয়ে নামাজ অনুষ্ঠিত হয়। ঈদগাহে নির্ধারিত ঈদের নামাজ শুরু হওয়ার আগে মওলানা ফরিদ উদ্দিন চৌধুরী তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি মুসলিম জাতিকে উদ্দেশ্যে করে বলেন, কোরান ও হাদিসকে মজবুত ভাবে নিজের ব্যক্তিগত জীবনে ধরে রাখার জন্য। তিনি প্রসঙ্গক্রমে আরও বলেন, ওয়াকফ সংশোধনীয় ২০২৪ বিলের বিরুদ্ধে সবাইকে সক্রিয় ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে আসার আহ্বান জানান।

শিলচর শহরতলী দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ঈদ-উল ফিতরের নামাজ। পুরো একমাস সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তম এই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সর্বস্তরের মানুষকে সন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। এদিন দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, এমনকি শিলচর, সোনাই, কাবুগঞ্জ সহ দূরদূরান্ত থেকে দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে অনেক মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাইকে নিয়ে বিশ্ব শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন মওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

