‘রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুক্তা যোজনা’ কার্যক্রম রাধামাধব কলেজে

দেয়াল পত্রিকা ‘পেনাসিয়া’-র উন্মোচন____

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : শনিবার রাধামাধব কলেজ ক্যারিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে ও জেলা সৈনিক কল্যাণ বোর্ডের সহযোগিতায় কলেজ কনফারেন্স হলে ‘রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুক্তা যোজনা” কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মূখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল তথা কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিক টিএইচ কুঞ্জলাল সিংহ। 

এদিন অনুষ্ঠানের মূখ্য বক্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল তথা কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিক টি এইচ কুঞ্জলাল সিংহ বলেন, ‘রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুক্তা যোজনা’ কার্য্যক্রমটি আসামের মহামহিম রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য কর্তৃক গ্রহণ করা একটি পদক্ষেপ। তিনি বলেন, আজকের এই বিষয় সম্পর্কে ছাত্র ছাত্রীরা অনেক কিছু জানতে ও শিখতে পারবে বিশেষ করে শৃঙ্খলাবোধ, জাতীয় সংহতি, ঐক্য, বৈচিত্র্য এবং রাষ্ট্র নির্মাণে নিজেকে কিভাবে শারিরীক ও মানসিক ভাবে সুস্থ রাখা যায় এ সম্পর্কে তাদের ধারণা জন্মাবে। কুঞ্জলাল সিংহ আরও বলেন সশস্ত্র বাহিনীকে ক্যারিয়ার হিসাবে বেছে নিয়ে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীতে আধিকারিক কিংবা জওয়ান হয়ে কিভাবে এগোনো যাবে এনিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সশস্ত্র বাহিনীতে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায় এসম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামীদিনে রাধামাধব কলেজে অধ্যয়ণরত শিলচর এলাকার কিছু ছাত্র সেনাবাহিনীতে যোগদান করে আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করবে। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, আইকিউএসির কো-অর্ডিনেটর ড. অরুণাভ ভট্টাচার্য, অধ্যাপিকা যথাক্রমে ড. রুমা নাথ চৌধুরী, ড. নবনিতা দেবনাথ, ড. পিয়া দাস, শবনম শারংসা প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহুল শরনিয়া। 

'রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুক্তা যোজনা' কার্যক্রম রাধামাধব কলেজে
'রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুক্তা যোজনা' কার্যক্রম রাধামাধব কলেজে

এদিকে, একই দিনে রাধামাধব কলেজ অর্থনীতি বিভাগের সম্পাদনায় বিভাগীয় দেয়াল পত্রিকা ‘পেনাসিয়া’-র সপ্তম সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকাটির আবরণ উন্মোচন করেন। নিজ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেয়াল পত্রিকার ৭ম সংখ্যা উন্মোচনের পিছনে তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। এই দেয়াল পত্রিকাতে সম্প্রতি উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে আসামে যে সমস্ত উন্নয়নমূলক কর্মযজ্ঞে হাত দিয়েছে সরকার সেগুলি ছাত্রছাত্রীরা বিভিন্ন থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা গুলি ফুটে উঠেছে এই দেয়াল পত্রিকায়। উক্ত দেয়াল পত্রিকা সম্পাদনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে সেই সব ছাত্র ছাত্রীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এছাড়াও বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহুল শরনিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ, ড. অরুণাভ ভট্টাচার্য, কলেজ পড়ুয়া পৌলমী আচার্য ও রাহুল বিশ্বাস প্রমুখ। দুটি অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, ড. সূর্য্যসেন দেব, ড. আশীষতরু রায়, ড. রুমা নাথ চৌধুরী, ড. পিয়া দাস, ড. নবনিতা দেবনাথ, শবনম শারংসা প্রমুখ।

'রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুক্তা যোজনা' কার্যক্রম রাধামাধব কলেজে

উল্লেখ্য দেয়াল পত্রিকা সম্পাদনার কাজে জড়িত ছিলেন কলেজ পড়ুয়া পৌলমী আচার্য, রাহুল বিশ্বাস, বিভাশীষ রায়, বন্ধনা দাস ও রাজীব দাস, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অধ্যাপক ড. রাহুল শরনিয়া। 

Author

Spread the News