শ্রীভূমি জেলায় রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা অভিযানের অধীনে সচেতনতা কার্যসূচি

শ্রীভূমি জেলায় রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা অভিযানের অধীনে সচেতনতা কার্যসূচি

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : আসামের রাজ্যপাল কর্তৃক শুরু করা রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা অভিযানের অধীনে ২৫ মার্চ থেকে শ্রীভূমি জেলার  ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমি জিলা সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ২৫ মার্চ দুপুরে শ্রীভূমির একে আজাদ হাইস্কুলে প্রায় ৪০০ ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২৮ মার্চ, শুক্রবার করিমগঞ্জ কলেজ ও শ্রীভূমি শহরের বিবেকানন্দ বি এড কলেজ ও ২৯ মার্চ, শনিবার শহরের এম এম এম সি গার্লস এইচ এস স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে অনুরুপ সচেতনতা কার্যসূচি চালানো হয়। এই সচেতনতা অভিযানে শৃঙ্খলা, দেশপ্রেম, দেশ রক্ষায় সৈনিকদের ভূমিকা, আত্মত্যাগ ও অন্যান্য গঠনমূলক বিষয় নিয়ে সচেতনতা চালানো হয়।

এতে জিলা সৈনিক কল্যান আধিকারিক জানান যে এধরণের সচেতনতা কার্যসূচির মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম এবং আত্মবিশ্বাস ও একাগ্রতা বাড়বে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আলোচনায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং বক্তব্য পেশ করে তাদের মতামত তুলে ধরেন।

শ্রীভূমি জেলায় রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা অভিযানের অধীনে সচেতনতা কার্যসূচি
Spread the News
error: Content is protected !!