উত্তরপ্রদেশে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি নিরাপদ : যোগী আদিত্যনাথ

২৬ মার্চ : উত্তরপ্রদেশে সব ধর্মের মানুষ নিরাপদে বাস করেন। হিন্দুরা নিরাপদে থাকলে মুসলিমরাও নিরাপদ। বুধবার এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তবে রাজ্যের সংখ্যালঘুদের প্রতি তিনি যে কতখানি দরাজ যেমন তার উল্লেখ করলেন, তেমনি বিরোধীদের হিন্দু তোষণের অভিযোগকেও উড়িয়ে দিলেন।
সরাসরি যোগী প্রশ্ন তুলে বললেন, ‘১০০টি হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার নিরাপদ। তাঁদের সবরকম ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা থাকবে। কিন্তু ১০০টি মুসলিম পরিবারের মধ্যে কি ৫০ জন হিন্দু নিরাপদ থাকতে পারে?’। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতির কথা। তাঁর কথায়, আগে পাকিস্তানে এমন হত।

২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি বলেও উল্লেখ করেন যোগী। তাঁর কথায়, ২০১৭ সালের আগে যদি উত্তরপ্রদেশে দাঙ্গার কারণে হিন্দুদের দোকান জ্বলত, তাহলে পালটা মুসলিমদের দোকানও ছাড় পেত না। হিন্দুদের ঘর জ্বললে, মুসলিমদেরও জ্বলত। তবে ২০১৭ সালের পর সাম্প্রদায়িক দাঙ্গা একেবারে বন্ধ হয়ে যায়। নিজের প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, ‘আমি সবসময় সকলের সুখ সমৃদ্ধি, উন্নয়নে বিশ্বাস করি।’ পাশাপাশি সনাতন ধর্মকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম বলে যোগী বলেন, হিন্দু শাসকরা অন্যদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এমন কোনও উদাহরণ বিশ্বের ইতিহাসে নেই।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।