জননেতা নন্দকিশোর সিংহের ১১০তম জন্মবার্ষিকী পালন

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : জননেতা নন্দকিশোর সিংহের ১১০তম জন্মবার্ষিকী পালন করা হল। পাশাপাশি এই অনুষ্ঠানের সঙ্গে লিটল পিলার স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। রবিবার আয়োজিত অনুষ্ঠানে কবি-সাংবাদিক অতীন দাশ, কবি কস্তুরী হোম চৌধুরী, সাংবাদিক হিমাশীষ ভট্টাচার্য, সমাজসেবী স্বর্নালী চৌধুরী ও মরণোত্তর ভাবে আইনজীবী পীযূষ চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়।
নন্দ কিশোর সিংহের জ্যেষ্ঠ পুত্র প্রাক্তন আইজিপি নবেনদু কিশোর সিংহ সহ সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারাণ দে, কবি মহুয়া চৌধুরী ও আকাশবাণীর প্রাক্তন কর্ম কর্তা মুকুলরঞ্জন বর্মণ সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে স্মরনিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শুরুতে নন্দ কিশোর সিংহের পুত্র বধু সুপ্রভা রাজ কুমারী সিনহা উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্দ্রানী ভট্টাচার্য এবং স্বাগতা চক্রবর্তী রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়া লিটল পিলার স্কুলের ছাত্র ছাত্রীদের দ্বারা পরিবেশিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করে।

Spread the News
error: Content is protected !!