লঙ্কায় অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা সভা
পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : কৃষ্ণ বরা বিএড কলেজের বিএড দ্বিতীয়বর্ষের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা শনিবার অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে এক সচেতনতামূলক সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ডাবলং প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ননী গোপাল চৌধুরী। এতে উপস্থিত ছিলেন শ্রী তারা শংকর দত্ত, সহকারী অধ্যাপক এবং আইকিউএসি সমন্বয়কারী, কৃষ্ণ বরা বিএড কলেজ, গীতিকা ফুকন, সহকারী অধ্যাপক, কৃষ্ণ বরা বিএড কলেজ, গোবিন্দ দত্ত, অধ্যক্ষ, লস্কর পাঁচালী উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র শিক্ষক বীরেন চন্দ্র।
সভায় বারদোলীর ডাবলং গ্রামের গাঁওবুড়া আব্দুল খালেক উপস্থিত হয়ে কিভাবে সমাজ থেকে কুসংস্কার ও কুপ্রথা দূর করে সুন্দর সমাজ গঠন করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বিএড দ্বিতীয়বর্ষের শিক্ষক প্রশিক্ষণার্থীরা কিছু কুসংস্কার নিয়ে একটি নাটক পরিবেশন করে। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিএড ২য় বর্ষের শিক্ষিকা গীতিসমা বরা এবং উপস্থিত ছিলেন যথাক্রমে প্রিয়াঙ্কা দেবী, ভাগ্যবতী পেগু, প্রতিভা বরা, মনীষা দেবী, নন্দিতা টায়ে, দীপিকা টায়ে, তন্ময়ী শইকিয়া, নিকুমনি পেগু , নীরজ নিরৌলা, বাপ্পন নাথ, ইমরান হোসেন,মছরুর আহমেদ, দীপশিখা দত্ত, পূর্নিমা পেগু, প্রিয়মবদা বরপাত্র গোহাই ও শাহনাজ ওয়াহিদ।