সিঙ্গিরবন্দে কংগ্রেস কর্মকর্তাদের নিয়ে ইফতার

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : ইফতার মহফিল আয়োজন করলেন সোনাইর সমাজসেবী যুবক ড. নুরুল হক। রবিবার সিঙ্গিরবন্দ গ্রামের নিজ বাড়িতে পাঁচ শতাধিক মানুষকে ইফতার করান নুরুল হক। ইফতার মহফিলে স্থানীয় লোক সহ জেলা কংগ্রেসের নেতা-কর্মী ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সম্প্রতি গত কয়েকদিন থেকে নুরুল হকের সমাজসেবী কাজকর্ম নজর কাড়ছে আম জনতার। এলাকার অসহায় ও গরিব লোকের পাশে দাঁড়াতে বিভিন্ন সমাজসেবী মূলক কাজ করে যাচ্ছেন নুরুল। আগামীতে জনতার আশীর্বাদে নির্বাচনেও অবতীর্ণ হতে পারেন সমাজসেবী নুরুল। আর এই উদ্যোমী ও সমাজসেবী যুবক ড. নুরুল হককে নিয়ে স্বপ্ন দেখছেন এলাকার লোকেরাও। এদিন ইফতার মাহফিলে অনেকেই এমনটা মন্তব্য করেছেন।

সিঙ্গিরবন্দে কংগ্রেস কর্মকর্তাদের নিয়ে ইফতার

এদিন ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার পরে এ উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথি বরণ করা হয়। নুরুল হকের সমাজসেবী কাজের প্রশংসা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্কর, বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসাইনুল হক লস্কর, প্রাক্তন জিপি সভাপতি হানিফ আলম মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব হোসেন মজুমদার (রাকা), আমির হোসেন লস্কর (টুবলু), জহুর হোসেন চৌধুরী, তাহির আহমেদ, জিয়াউর রহমান প্রমুখ।

সিঙ্গিরবন্দে কংগ্রেস কর্মকর্তাদের নিয়ে ইফতার
সিঙ্গিরবন্দে কংগ্রেস কর্মকর্তাদের নিয়ে ইফতার
Spread the News
error: Content is protected !!