খোঁজের ইফতার কর্মসূচিতে স্বেচ্ছায় অর্থ দিয়ে সাহায্য সনাতন ধর্মাবলম্বী লোকদের

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : চলতি রমজানের শুরু থেকে প্রায় প্রতিদিন রোজা পালনকারিদের জন্য ইফতারের আয়োজন করছে খোঁজ। রোজ অন্তত ১২০ বা তার-ও বেশি সংখ্যক লোক ইফতার সারছেন। এই ব্যয়বহুল আয়োজনে ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সংস্থার সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, রোজা রেখে কাজের জন্য শহরে আসতে হয়। কিন্তু সময়মতো বাড়ি ফিরতে পারেন না অনেকেই। ফলে এদের বেশিরভাগকেই ইফতার সারতে হয় হোটেলে। এটা একদিকে যেমন ব্যয়সাপেক্ষ, অন্যদিকে বেশ কষ্টকর-ও। মূলত এদের এবং আর্থিকভাবে দুর্বলদের কথা চিন্তা করে এই পদক্ষেপ খোঁজ-র। সজল লস্কর জানান, প্রতিদিন ১০০ থেকে ১২০ জন রোজা পালনকারী অংশ গ্রহণ করছেন ইফতারে। তবে শুক্র এবং রবিবার এই সংখ্যা পেরিয়ে যাচ্ছে ১৭০-এর ঘর। আরও বড় কথা, ধনী-দরিদ্র, হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে বসে ইফতার বিনিময় করছেন। তিনি আরও জানান, এ বছর মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি। এবং এদের প্রায় সবাই আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। সম্প্রতি হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায়-ও খোঁজ -র ইফতার মাহফিলে একই দৃশ্য দেখা গিয়েছে।

খোঁজের ইফতার কর্মসূচিতে স্বেচ্ছায় অর্থ দিয়ে সাহায্য সনাতন ধর্মাবলম্বী লোকদের

খোঁজের এই ইফতার কর্মসূচিতে স্বেচ্ছায় অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রামকৃষ্ণ দেব (রামু), কৃষ্ণকংশ বনিক, পাঞ্চালি চক্রবর্তী, বিশ্বতোষ চৌধুরী, অরিজিৎ গুপ্ত, মিনাল নাথ, কল্যাণকুমার চক্রবর্তী, দৌলত গুরুং, সমর ঘোষ, হৃদয় এনজিও, ডাঃ চিন্ময় চক্রবর্তী, তমালি চক্রবর্তী, লালু লস্কর, শাহাবুদ্দিন বড়ভূইয়া, লুৎফুর রহমান বড়ভূইয়া, খাদেজা লস্কর, তাহেরা লস্কর, আমির লস্কর, বক্তারুজ্জামান লস্কর, আজাদ বড়লস্কর, তুলি বড়লস্কর, মুহিব হোসেন বড়ভূইয়া, রাজু লস্কর, মুন্না লস্কর, মুনমুন লস্কর, মুন লস্কর, দীপজয় পাল, মনসুর আলম, তাজ উদ্দিন, মাম্পি লস্কর, স্মিত লস্কর, নববার্তা প্রসঙ্গে কর্ণধারের ভাই আবিদুর রহমান চৌধুরী, ডাক্তার আবুল হোসেন বড়ভূইয়াসহ আরও কয়েকজন। এ ছাড়া ডাঃ এম মাসুম ও সজল লস্কর, রেজওয়ান খান সবসময় অর্থ দিয়ে সাহায্য করেছেন।

খোঁজের ইফতার কর্মসূচিতে স্বেচ্ছায় অর্থ দিয়ে সাহায্য সনাতন ধর্মাবলম্বী লোকদের
খোঁজের ইফতার কর্মসূচিতে স্বেচ্ছায় অর্থ দিয়ে সাহায্য সনাতন ধর্মাবলম্বী লোকদের

Author

Spread the News