ভাগাবাজার জামে মসজিদে সহস্রাধিক মানুষের ইফতার মহফিল

বরাক তরঙ্গ, ২২ মার্চ : ভাগাবাজার জামে মসজিদে এক বিশাল ইফতার মহফিলের আয়োজন করা হয়। মসজিদ পরিচালন কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহফিলে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। শনিবার ভাগাবাজারের হাটবারের দিনটিতে মসজিদের প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। সকাল থেকেই মসজিদ কমিটি ও উৎসব উদযাপন মঞ্চের কর্মকর্তারা ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ইফতারে বিভিন্ন ধরনের ফল, মিষ্টি ও পোলাও পরিবেশন করা হয়।

ভাগাবাজার জামে মসজিদে সহস্রাধিক মানুষের ইফতার মহফিল

ইফতারের আগে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা ফখরুল ইসলাম লস্কর মোনাজাত পরিচালনা করেন। এলাকার বিশিষ্টজনেরাও এই মাহফিলে অংশগ্রহণ করেন।

ভাগাবাজার জামে মসজিদে সহস্রাধিক মানুষের ইফতার মহফিল
ভাগাবাজার জামে মসজিদে সহস্রাধিক মানুষের ইফতার মহফিল

Author

Spread the News