ভাগাবাজার জামে মসজিদে সহস্রাধিক মানুষের ইফতার মহফিল
বরাক তরঙ্গ, ২২ মার্চ : ভাগাবাজার জামে মসজিদে এক বিশাল ইফতার মহফিলের আয়োজন করা হয়। মসজিদ পরিচালন কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহফিলে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। শনিবার ভাগাবাজারের হাটবারের দিনটিতে মসজিদের প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। সকাল থেকেই মসজিদ কমিটি ও উৎসব উদযাপন মঞ্চের কর্মকর্তারা ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ইফতারে বিভিন্ন ধরনের ফল, মিষ্টি ও পোলাও পরিবেশন করা হয়।

ইফতারের আগে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মাওলানা ফখরুল ইসলাম লস্কর মোনাজাত পরিচালনা করেন। এলাকার বিশিষ্টজনেরাও এই মাহফিলে অংশগ্রহণ করেন।

