পাথারকান্দির মৈনা বাইপাসে বাইক-অটোর মুখোমুখি, হত ১
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ মার্চ : বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর আহত হন অটোচালক। শনিবার পাথারকান্দির মৈনা বাইপাসে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, এ দিন সকাল সাড়ে আটটার দিকে পাথারকান্দি থানা অধীন মধুরবন্দের বাসিন্দা তথা কাঠ ব্যবসায়ী পঞ্চাশ বছর বয়সী ফয়জুল হক বিশেষ কাজে বাইকে বারইগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে উল্টো দিক থেকে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি লরিতে ধাক্কা লেগে বাইকের ওপর দুমড়ে পড়ে। এতে বাইক ও অটোর সংঘর্ষে দুই চালকই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন, তবে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফয়জুল হকের। আহত অটোকে গুরুতর অবস্থায় শ্রীভূমি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বারইগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ফয়জুল হকের পরিবারে রয়েছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা। তাঁর অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এলাকাবাসী পক্ষে বদরুল হক, জয়নাল উদ্দিন, মস্তু মিয়া, হিজুর রহমানসহ স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং আহত অটোচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি, মৃতের অসহায় পরিবারকে সরকারি সহায়তা প্রদানের জন্য সার্কল অফিসার, জেলা কমিশনার ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন।
