ইজরায়েলি হামলায় ধ্বংস গাজার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

২২ মার্চ : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েল গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংস করেছে। তারা এটিকে একটি “জঘন্য অপরাধ” বলে আখ্যা দিয়েছে। ইজরায়েলের নতুন হামলায় ইতোমধ্যে শত শত নারী ও শিশুসহ প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই ঘটনায় “ভয়াবহ শঙ্কা” প্রকাশ করেছে।

ইজরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর, মঙ্গলবার থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইজরায়েলি বাহিনী। এই হামলার ফলে নিহতদের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গাজার সরকারী মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, যেখানে হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ।

ইজরায়েলি হামলায় ধ্বংস গাজার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র
ইজরায়েলি হামলায় ধ্বংস গাজার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র
Spread the News
error: Content is protected !!