শিলচরে এবিভিপির সাংস্কৃতিক উৎসবের আসছেন মিঠুন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : বরাকের কলা-সংস্কৃতিকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিলচরে বরাক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। বৃহস্পতিবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান আগামী ৩০ মার্চ সূচনা করা হবে। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রিয় কলা মঞ্চ আসাম প্রদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাওয়া এই সাংস্কৃতিক উৎসব শাখা, জেলা ও বরাক ভিত্তিক তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। মোট ৮টি বিষয়ের উপর প্রতিযোগিতা রাখা হয়েছে। প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, রবীন্দ্র নৃত্য, ঝুমুর নৃত্য, রাশ ও ধামাইল নৃত্য সহ থাকছে আলপনা প্রতিযোগিতাও।

শিলচরে এবিভিপির সাংস্কৃতিক উৎসবের আসছেন মিঠুন

অনুষ্ঠানের শেষ দিন অসম ও পশ্চিমবঙ্গের শিল্পীরা তাঁদের অনুষ্ঠানমালা পরিবেশন করবেন। বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া বরাক সাংস্কৃতিক উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে আদিত্য দেব, নিকিতা দেবরায়, সায়ন দেব ও অনামিকা দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শিলচরে এবিভিপির সাংস্কৃতিক উৎসবের আসছেন মিঠুন

Author

Spread the News