শ্রীভূমির নর্থ সিংলা অমরখালে প্রাক্তন সৈনিকদের পুনর্মিলন অনুষ্ঠান
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে এবং গুয়াহাটির রাজ্য সৈনিক বোর্ডের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার রামকৃষ্ণ নগরের নর্থ সিংলা অমরখালে প্রাক্তন সৈনিকদের এক পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে ওই অনুষ্ঠানে ১২০ জন প্রাক্তন সৈনিক, বিধবা, বীর নারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ৫ জন বৃদ্ধ বয়স্ক জ্যেষ্ঠতম প্রাক্তন সৈনিককে এবং ৫ জন বিধবাকে উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। ওই অনুষ্ঠানে প্রাক্তন সৈনিক, বিধবা ও পরিবারের সদস্যরাদের এসপিএআরএসএইচ (স্পর্শ) এবং কেন্দ্র ও রাজ্য সৈনিক বোর্ড থেকে প্রদান করা বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও অনুদান পাওয়ার জন্য তাদের ব্যাক্তিগত নথিপত্র, সঠিক নথিপত্র জমা এবং সময় মত লাইফ সার্টিফিকেট জমা করার বিষয়ে সজাগ করা হয়।
