সোনাইয়েও বণ্টন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : সোনাইয়েও বণ্টন করা হল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের হিতাধিকারীদের অনুমোদনপত্র। বুধবার দক্ষিণ কৃষ্ণপুরে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে  প্রথমে কেন্দ্রীয় ভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হয়। এরপর সোনাই বিধানসভার আওতাধীন বাঁশকান্দি ও সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত ৫৪৩৭ জন পিএমওয়াই প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পত্র বণ্টন করেন অনুষ্ঠানের অতিথিরা।

আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রিনা সিংহ তাঁর বক্তব্যে সরকারের কাজকর্মের প্রশংসা করেন। পিএমওয়াই ঘরের দিকে নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন সম্মানিত অথিতি কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রণব কুমার বরা।

সোনাইয়েও বণ্টন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র

এছাড়া অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি ভজন সেন, বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার প্রতিনিধি আইনজীবী একে আজাদ লস্কর। অনুষ্ঠানটির আয়োজনে থাকা বিধানসভার নডেল অফিসার তথা বাঁশকান্দি উন্নয়ন ব্লকের আধিকারিক রিদওয়ান শাকিল মজুমদার সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই বিডিও মুকুল বসুমতারি, সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, সম্পাদক জাকির হোসেন লস্কর, সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোককুমার গোয়ালা, জুনুবাবু লস্কর সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!