গ্রিন হর্নেটের ফাইভ-এ সাইড ফুটবলে চ্যাম্পিয়ন সিঙ্গেরবন্দ

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : শিলচর গ্রিন হর্নেট ক্লাব পরিচালিত ফাইভ-এ সাইড লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিঙ্গেরবন্দ বি দল। সোমবার শিলচর স্পোর্টিং মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-৩ গোলে হারায় সিঙ্গেরবন্দ এ দলকে। এর আগে প্রথম সেমিফাইনালে সিঙ্গেরবন্দ বি ৪-০ গোলে পরাস্ত করে ইটখলা এসিকে।

ওপর সেমিতে সিঙ্গেরবন্দ এ হারায় রবিন্দ কে এম অ্যাকাডেমিকে। ম্যাচের ব্যবধান ৪-০। আসরে মোট ১২ দল অংশ নিয়েছিল। সিঙ্গেরবন্দ বি, এ ছাড়াও আসরে খেলেছে ইটখলা এসি, রবিন্দ কে এম একাডেমি, ভেটারেন এফসি, গ্রিন হর্নেট, বাণীশক্তি ক্লাব, সেভেন কোবরা, ফাটকবাজার, অরুণাচল এসএস, ভানু ভক্তি। খেলাশেষে বিজয়ী এবং রানার্সদের হাতে ট্রফি এবং পুরস্কারমূল্যের চেক তুলে দেওয়া হয়। এতে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য, দিলীপ নন্দী, অনুপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, অনিমেষ চন্দ, স্পনসর রাজন চৌধুরী, আসরের কনভেনর চন্দন শর্মা প্রমুখ।

গ্রিন হর্নেটের ফাইভ-এ সাইড ফুটবলে চ্যাম্পিয়ন সিঙ্গেরবন্দ

Author

Spread the News