ঔরঙ্গজেব-বিতর্কে আগুন জ্বলছে মহারাষ্ট্রে, জারি কারফিউ, গ্রেফতার ১৫

১৮ মার্চ : মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের খুলদাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। হুঁশিয়ারি দ্রুত সমাধি অপসারণের, অন্যথায় পরিণাম হবে বাবরি মসজিদের মতো।

মহারাষ্ট্র সরকারের ডেপুটি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাট এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন একজন অত্যাচারী শাসকের সমাধি সংরক্ষণ করা হবে?

সব মিলিয়ে ইতিহাসের পাতা থেকে উঠে এসে মারাঠামুলুকের রাজনীতির কেন্দ্রে এখন ঔরঙ্গজেব। সমাধি অপসারণের দাবি ঘিরে পরিস্থিতি উত্তাল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধেয় মহারাষ্ট্রের নাগপুরে দুটি পৃথক সংঘর্ষের পর, শহরের বহু এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে, একটি মেডিকেল ক্লিনিক পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। আহত হয়েছেন তিনজন পুলিশ। মোট আহত ৯।

সর্বপ্রথম নাগপুরের মধ্যাঞ্চলে মহলের চিটনিস পার্ক এলাকায় সন্ধে ৭.৩০ মিনিটে সহিংসতা শুরু হয়। রাত ১০.৩০ থেকে ১১.৩০ মিনিটের মধ্যে ওল্ড ভান্ডারা রোডের কাছে হংসপুরী এলাকায় আরেকটি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ১৫জন গ্রেফতার।
খবর : আজকাল ডট ইন।

ঔরঙ্গজেব-বিতর্কে আগুন জ্বলছে মহারাষ্ট্রে, জারি কারফিউ, গ্রেফতার ১৫
Spread the News
error: Content is protected !!