মাছের প্রজননকালীন সময়ে মৎস্য শিকার না করা নিশ্চিত করতে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলায় মৎস্য উৎপাদন বাড়ানোর উদ্দেশ্য আসন্ন মাছের প্রজননকালীন সময় জেলার বিল, জলাশয় ইত্যাদিতে মৎস্য শিকার বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক রিভিউ মিটিংয়ে আগামী ১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত মাছের প্রজননকালীন সময়ে বিল জলাশয়ে মাছ ধরা বন্ধ রাখতে এক টাস্ক ফোর্স গঠন করতে বলেন। এই টাস্ক ফোর্স নিষিদ্ধ সময়ে সরকারি জলাশয়ে মৎস্য শিকারের ঘটনা ধরলে সঙ্গে সঙ্গে তা পুলিশে মামলা করতে বলেন। পাশাপাশি নিষিদ্ধ সময়ে মৎস্য শিকার না-করতে জেলা জুড়ে সচেতনতা অভিযান চালাতেও মন্ত্রী বিভাগকে নির্দেশ দেন।

কৃষি বিভাগের রিভিউ করার সময়  কৃষকদের স্বাবলম্বী করতে সরকার থেকে যে সরঞ্জাম এবং বীজ দেওয়া হয়, তা যথাযথভাবে যোগ্য কৃষকদের হাতে তুলে দেওয়া নিশ্চিত করতে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি অনুদান বন্টনের সময় জনপ্রতিনিধিদের নিয়ে বন্টন করতে নির্দেশ দেন অভিভাবক মন্ত্রী পাল।

এছাড়া কৃষি বিভাগে প্রধানমন্ত্রী কিষান অনুদান যারা পেয়েছেন তারা যথার্থ কিনা তাও খতিয়ে দেখতে নির্দেশ দেন মন্ত্রী। এই উদ্দেশ্যে একটি তদন্ত দল গঠন করতে তিনি পরামর্শ দেন। গ্রাম উন্নয়ন বিভাগের কাজকর্ম গুলি খতিয়ে দেখার সময় অভিভাবক মন্ত্রী জব কার্ডধারী  সবাইকে সমানভাবে কাজ দিতে বলেন। বলেন, আগামী ১৯ মার্চ কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের অর্থের কিস্তি দেওয়া হবে। এই উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা চক্রে দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই দুটিতে উপকৃতদের উপস্থিতি নিশ্চিত করতে বলেন মন্ত্রী। গ্রাম উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে‌ মন্ত্রী পাল গ্রামোনোন্নয়ন কর্মীদেরকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবার আবেদন জানান।

মাছের প্রজননকালীন সময়ে মৎস্য শিকার না করা নিশ্চিত করতে নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর

জলসেচ বিভাগের প্রকল্প খতিয়ে দেখার সময় গত পাঁচ বছরের জেলায় বাস্তবায়ন করা জল সেচের প্রকল্পগুলির একটি তালিকা মন্ত্রীর কাছে সমঝে দিতে সভায় বলা হয়।
বিধায়ক জাকির হোসেন লস্করের উপস্থিতিতে সভায় প্রাক্তন বিধায়ক কিশোর নাথ,স্বপন ভট্টাচার্য, কল্যাণ গোস্বামী, মানব চক্রবর্তী, মুন স্বর্ণকার সহ জেলার শীর্ষ আধিকারিকরা অংশ নেন।

Spread the News
error: Content is protected !!