আইরংমারায় বিনামূল্যে নার্ভ চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স  ও মাটি এনজিও-এর উদ্যোগে ফার্স্টকিউর নার্ভ চিকিৎসা শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাঃ সম্বুদ্ধ ধর-এর তত্ত্বাবধানে ১২৫ জন রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসা শিবিরে উপস্থিত রোগীরা মাইগ্রেন, স্নায়বিক ব্যথা, নার্ভ দুর্বলতা ও স্পাইনাল সমস্যার জন্য চিকিৎসা পান। স্থানীয় সমাজসেবী নির্মলেন্দু দেব ও অন্যান্য রোগীরা এই উদ্যোগকে একটি আশীর্বাদ বলে অভিহিত করেন।

অন্যদিকে, ৭০ বছর বয়সী বাসন্তী দেবী উনি জানান, “আমার দীর্ঘদিনের কোমরের ব্যথা ছিল, আজকের চিকিৎসা শিবিরে এসে বুঝতে পারলাম সমস্যার মূল কারণ নার্ভ সংক্রান্ত। ডাক্তারবাবুর পরামর্শ পেলাম, খুব উপকার হল। শিবিরের আয়োজক মাটি এনজিও-এর সম্পাদক অমিতাভ দেব, সহ-সম্পাদক ডা. বিজয় দাস ও সমন্বয়কারী বিশু দেব জানান, ভবিষ্যতে আরও শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যই সম্পদ—এই বার্তাকে সামনে রেখে  ফার্স্টকিউর নার্ভ চিকিৎসা শিবির আজ শতাধিক মানুষের মুখে হাসি ফোটালো।

আইরংমারায় বিনামূল্যে নার্ভ চিকিৎসা শিবির

প্রথমত মাটি এবং Firstcure এর পক্ষ থেকে উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করেন চিকিৎসক এবং উনার দলকে।
শিবিরে এন ই আই এন এস  দলের হয়ে উপস্থিত সদস্যরা ছিলেন রুথি রাঙচল, মাসুমা আখতার, বিশু দেব, বনো দেব, সমরজিত মোদক, চন্দন গোয়ালা, সম দুবে এবং অন্যান্যরা।

Author

Spread the News