রংপুর মহিন্দ্রা শোরুমে অগ্নিকাণ্ড
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : শিলচর রংপুর মহিন্দ্রা শোরুমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। শুক্রবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। আগুন দেখার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা যায়। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
