ফুল দিয়ে দোল উৎসব পালন আর্য সংস্কৃতি বোধনীর
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : চারিদিকে চলছে দুল উৎসব। লাল-নীল-সবুজ আবির দিয়ে সবাই পালন করছে দোল উৎসব। কিন্তু শিলচরে আর্য সংস্কৃতি বোধনী নামক সংস্থা ফুল দিয়ে দোল উৎসব পালন করল। তাঁরা বিশ্বাস করেন আবির দিয়ে দোল খেলাটা কিছুটা হলেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে কিন্তু ফুল দিয়ে খেললে শারীরিক কোন অসুবিধার সম্মুখীন হতে হয় না। তাই বেশ কিছু বছর থেকে প্রকৃতির মাঝখানে খোলা আকাশের নিচে কচিকাঁচা থেকে শুরু করে সবাই একসঙ্গে মিলে নৃত্য গীতে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে ফুল দিয়ে দোল খেলেন তারা।
ফুল দিয়ে দোল খেলার প্রথম সার্থকতা হচ্ছে কেউ কারও শরীরে হাত দেওয়ার কোন উপায় নেই দূর থেকে ছিটিয়ে দেওয়া ফুল সবার শরীরের উপর বর্ষিত হয় তার কারণে কোন ধরনের অঘটন বা বাদানুবাদ সৃষ্টি হয় না। তাই তাঁরা প্রতিবছরই আয়োজন করে থাকেন ফুল দিয়ে দোল এই অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ক্লাব, সংস্থা একজোট হয় অনুষ্ঠানকে সার্থক করে তুলেন।
