বাজারে আসছে ১০০ টাকা, ২০০ টাকার নতুন নোট

১৩ মার্চ : ১০০ টাকা, ২০০ টাকার নতুন নোট বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এ ব্যাপারটি ইতিমধ্যে নিশ্চিত করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন ১০০ এবং ২০০ টাকার নোট। মঙ্গলবার দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সইযুক্ত নতুন নোটগুলিকে শীঘ্রই বাজারে আনা হবে। নোটের ডিজাইন এবং আকারে কোনও পরিবর্তন হচ্ছে না।

সকলেই নিশ্চয়ই ভাবছেন যে নতুন নোট প্রকাশের পর কি পুরনো ১০০ এবং ২০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে? রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, বাজারে যে নোটগুলি চালু রয়েছে সেগুলি আগের মতই বহাল থাকবে। নতুন ১০০ এবং ২০০ টাকার নোট আসায় পুরনো নোট কোনওভাবেই বাতিল বলে গণ্য হবে না। যে কোনও ব্যাঙ্ক বা এটিএম থেকেই নতুন নোটগুলি পাবেন গ্রাহকেরা।

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুসারে, দেশে ২০১৭ সালের মার্চ মাসে নগদের চল ছিল ১৩.৩৫ লক্ষ কোটি টাকা আর ২০২৪ সালের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.১৫ লক্ষ কোটি টাকা। এর সঙ্গে ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেনও বাড়ছে দেশে।

বাজারে আসছে ১০০ টাকা, ২০০ টাকার নতুন নোট

Author

Spread the News