বাচপান প্লে স্কুলের বার্ষিক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : প্রথম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে শিলচর বাচপান প্লে স্কুল। বুধবার শিলচর বঙ্গভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি গুরুচরণ কলেজের অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য, সঙ্গে ছিলেন বচপন প্লে স্কুলের ম্যানেজিং ডিরেক্টর শ্যাম সুন্দর কংসবণিক, মনোজ তালুকদার, সহদেব পাল, স্কুলের অধ্যক্ষা বহ্নিশিখা পাল প্রমুখ।

জয়দীপ ভট্টাচার্য কচিকাঁচাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে আশা ব্যক্ত করেছেন এই স্কুলে পড়ুয়ারা জীবনে প্রতিষ্ঠিত হবে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শিশুদের ভবিষ্যতে এগিয়ে যেতে মাতাপিতা দের ভূমিকার কথা তুলে ধরেন।
শ্যাম সুন্দর কংসবণিক,মনোজ তালুকদার, সহদেব পাল, বহ্নিশিখা পাল জানান, বাচপানের স্কুলে আধুনিক স্কুল অবকাঠামো, খেলাধুলা-ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি এবং একটি সমন্বিত প্রাক-বিদ্যালয় পাঠ্যক্রম সম্পর্কিত সকল উদ্বেগের সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত একশো ওপরে ছাত্র-ছাত্রী রয়েছেন। প্রথমদিকে সকাল সিপ্ট চালু করা হয়েছিল। এখন থেকে দু’টি সিপ্ট চালু হচ্ছে। আঠারো মাসের ক্ষুদে শিশু রয়েছে। শিশুদের বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগর মাধ্যমে ভিত শক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। শারীরিক, সামাজিক, মানসিক এবং ভাষাগত দক্ষতা বিকাশের উপর দৃষ্টি দিয়ে শিশুদের ভবিষ্যতের সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে।

এদিন ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরার দেশ বিদেশের বিভিন্ন ধরনের নাচ, গান, ড্রামা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

বাচপান প্লে স্কুলের বার্ষিক অনুষ্ঠান

Author

Spread the News